আশাশুনিতে সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদানে ফিরেছে শিক্ষার পরিবেশ
মিুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি সরকারি কলেজে শিক্ষার পরিবেশ ফিরে আসায় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হতে দেখা গিয়েছে। কলেজ ক্যাম্পাসের একটি অংশ দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় কলেজের পরিবেশ কর্দমাক্ত ছিল। ক্যাম্পাসে তলিয়ে থাকা জায়গায় অবশেষে বালি ভরাট কাজ শুরু হওয়ায় কলেজ সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
কলেজে সদ্য বিদায়ী অধ্যক্ষ ড. মিজানুর রহমান থাকাকালে কলেজে চরম অচলাবস্থা, অভ্যান্তরীন ও বাইরের মানুষের সাথে অন্ত:দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছিল। ফলে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র সংগঠন, অভিভাবক, সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা অঘটনের উদ্ভব হয়েছিল।
অধ্যক্ষ কাম্য যোগ্যতাহীন শিক্ষকদের নিয়ে একটি পক্ষে জড়িয়ে পড়ে তাদের পরামর্শ অনুযায়ী শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরী করে প্রায়ই সময় কারনে অকারনে অন্য পক্ষকে প্রতিপক্ষ হিসেবে ধরে শিক্ষকদের বিরুদ্ধে শো-কজ, চিঠি চালাচালিসহ নানা সমস্যার অবতারণায় শিক্ষক, অভিভাবক, এলাকার সচেতন মানুষের মধ্যে হতাশা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অনাকাঙ্খিত ঘটনা ও পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় কলেজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছিল। কলেজের উন্নয়ন মূলক কাজসহ স্বাভাবিক কাজে স্থবিরতা বা প্রশ্নবিদ্ধ কার্যক্রম নিয়ে দিন দিন সকল মহলে অসন্তোষ দানাবাধতে থাকে। সরকারিভাবে ও এনজিও এর ব্যবস্থাপনায় ইতোপূর্বে মাঠ ভরাট, পুকুর ভরাটসহ বেশ কিছু কাজ চলমান থাকলেও কলেজ ক্যাম্পাসসহ পাশের নীচু স্থানে মাটি ভরাট প্রয়োজন থাকলেও তা হয়নি।
সম্প্রতি অধ্যক্ষ মিজানুর রহমানকে বদলি করার পর অধ্যাপক আবুল কালাম আজাদ নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। যোগদানের বয়স মাস না পুরলেও কলেজের পরিবেশ পাল্টে যেতে শুরু করেছে। শিক্ষার পরিবেশ, শিক্ষকদের মধ্যে শৃংখলা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান কলেজের সার্বিক অবস্থার পরিবর্তন দেখা দিয়েছে। অধ্যক্ষ আবুল কালাম আজাদ ইতোমধ্যে কলেজের উন্নয়ন, শিক্ষার নতুন পরিবেশ সৃষ্টিতে পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণসহ নানাবিধ কর্মসূচী বা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছেন।
যা ধিরে ধিরে দৃশ্যমান হতে শুরু করেছে। এরই অংশ হিসাবে কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং ক্যাম্পাসে স্বাস্থ্য সম্মত ও নান্দনিক পরিবেশ তৈরিতে কাজ শুরু করা হয়েছে। এজন্য ক্যাম্পাসে বালি ভরাট দিয়ে ক্যাম্পাস সর্বোচ্চ ব্যবহারের উপযোগি সৃষ্টির কাজ শুরু করা হয়েছে। শিক্ষকবৃন্দ তার প্রশংসনীয় উদ্যোগকে এগিয়ে নিতে আন্তরিকতার সাথে সহযোগিতা ও শিক্ষার্থীরা অনাগত ভবিষ্যতে সুন্দর পরিবেশে কলেজ ক্যাম্পাস পেতে আশার সঞ্চার হয়েছে।
বিশ^স্ত সূত্রে জানাগেছে, বিদায়ী অধ্যক্ষ মিজানুর রহমানের সাথে থাকা পক্ষটি বর্তমান অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বিপথগামী করার অপচেষ্টা পদে পদে ব্যর্থ হচ্ছেন। শুধুমাত্র বর্তমান অধ্যক্ষের সুচারু দূরদর্শীতা ও জন্মভূমির টানে কলেজের অবকাঠামোসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে তিনি দৃঢ়ভাবে অনড় থাকায় সকল জল্পনা কল্পনা, তরায় উৎরিয়ে উন্নয়ন শুধুই হাতছানী দিতে শুরু করেছে।
নবাগত অধ্যক্ষের উন্নয়নমুখী কর্মকান্ডের ফলে সকল শিক্ষার্থীর মধ্যে কলেজগামী হতে আগ্রহ সৃষ্টি হতে দেখা গেছে। অধ্যক্ষ ইতোমধ্যেই কলেজের উন্নয়নে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সরকার দলীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন এবং করার যোগাযোগ অব্যহত রেখেছেন বলে জানা গেছে।