শ্যামনগর ছিনতাই হামলার প্রতিবাদে মানববন্ধন বুড়িগোয়ালিনীতে
Post Views:
৪১৭
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের ওমর আলী খাঁর ছেলে রবিউল ইসলাম (৩৩) গত ২৫শ অক্টোবর রাতে ছিনতাইকারীর হামলায় শিকার হন। শ্যামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। শ্যামনগর সদর মটরসাইকেল শ্রমিক সমিতির সভাপতি সাবের সহ সদস্যরা সন্ত্রাসী হামলার শিকার হয়।
এবিষয়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের নিলডুমর খেয়াঘাট বাজার চত্বরে প্রতিবাদ ও সন্ত্রাসী বাহিনী গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নীলডুমর মটরসাইকেল পরিবহন মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতির আয়োজনে
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মটরসাইকেল শ্রমিকের সভাপতি আবু হাছান, সেক্রেটারী সাইফুল ইসলাম, আব্দুর রহমান, মনিরুজ্জামান, শহীদুজ্জামান, রফিকুল ইসলাম সহ মটরসাইকেল শ্রমিকের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ছিনতাই ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।