বার্সেলোনা কোচ কোম্যান বরখাস্ত
স্পোর্টস ডেস্ক :
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কোচের পদ থেকে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।
গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে বার্সেলোনা। আর এর কয়েক ঘণ্টা পরই রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে ক্লাবটি বলে, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর এই সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দিয়েছেন।… ক্লাবকে সার্ভিস দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছে।’
লিওনেল মেসিকে হারিয়ে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে অবস্থান করছে। এদিকে লা লিগাতেও অবস্থান তলানির দিকেই। ১০ ম্যাচে মাত্র ৪টিতে জিতে বার্সা আছে ৯ নম্বরে।
বার্সেলোনার কোচ হিসেবে কোম্যানের বরখাস্ত হওয়ার কথা চলছিল বহুদিন আগে থেকেই। কোচ হিসেবে কোম্যানের এই যাচ্ছেতাই পারফরম্যান্সে হতাশ ছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। তার সঙ্গে কোম্যানের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। কোম্যানকে ছাঁটাইয়ে ইঙ্গিতও দিয়েছিলেন লাপোর্তা।
গত ২১ সেপ্টেম্বর সমর্থকদের আশ্বস্ত করতে এক ভিডিওবার্তায় লাপোর্তা বলেছেন, ‘আপনাদের সবার মতো আমিও হতাশ এবং মর্মাহত। চিন্তা করবেন না, আমরা এ সমস্যার সমাধান করব।’