চোখের সামনেই ১৭ ট্রাক নিয়ে তলিয়ে গেল ফেরি
সকাল তখন পৌনে ১০টা। পদ্মার পাড়ে যে যার মতো কাজ করছিলেন। কিছুক্ষণ পর বেশ কয়েকটি গাড়ি নিয়ে ছুটে আসে একটি ফেরি। ঘাটে ভেড়ার পর দু-তিনটি গাড়িও নামানো হয়। এর পরপরই ফেরিটি কাত হয়ে ১৭টি ট্রাক নিয়ে তলিয়ে যায়। এভাবেই চোখের সামনে তলিয়ে যায় রো রো ফেরি আমানত শাহ।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। তবে কী কারণে ফেরিটি ডুবে গেছে তা এখনো জানা যায়নি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। এরপর ফেরি থেকে দু-তিনটি যানবাহন নামার পরই ফেরিটি ডুবে যায়।
তিনি বলেন, ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Please follow and like us: