খুলনা ৫ দিন ব্যাপি শেখ রাসেল দিবসে দাবা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
Post Views:
৩৯৮
আব্দুর রশিদ বাচ্চু, খুলনাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৃষ্ঠপোষকতায় গড়ে ওটা সংঘঠন, শহীদ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের খুলনা জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মনিরুল ইসলাম মনির’র সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক এম এম তাজউদ্দীনের সঞ্চালোনায়, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা জেলা শাখা আয়োজিত দাবা,চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, ক্রিকেট, ফুটবল অনুষ্ঠিত হয়েছে। ২৭ থেকে ৩১অক্টোবর মোট ৫ দিনের খেলা অনুষ্ঠিত হবে। আজকের প্রথম দিনের প্রতিযোগিতা খেলার শুভ উদ্ভোদন করেন খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলাপরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ,
এ সময় খুলনা জেলা আওয়ামীলিগের নেত্রীবৃন্দ, ফুলতলা উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্র লীগের সাধারণ ইমরান হাসান , সাবেক ছাত্রলীগ সভাপতি ইন্জিনিয়ার বিধান চন্দ্র, মোঃ জামিল খান সদস্য খুলনা জেলা আওয়ামী লীগ, বটিয়াঘাটা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের আহ্বায়ক শ্রী নিত্যানন্দ মহালদার, ফুলতলা উপজেলা আহ্বায়ক মাহাবুব বিশ্বাস।
দিঘলিয়া উপজেলার আহবায়ক শেখ রাকিব, দাকোপ উপজেলা আহ্বায়ক মিঠুন ঢালী, আহবায়ক শেখ সুমা, সমারেশ মহালদার, সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আশা কিশোর -কিশোরীগণ উপস্হিত ছিলেন।