খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান ৭০হাজার টাকা জরিমানা
খুলনা প্রতিনিধিঃ
খুলনায় জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অপরাধে ০৬ টি প্রতিষ্ঠানকে ৭০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার, ২৪ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা কালে ৬টি প্রতিষ্ঠান কে এই জরিমানা করা হয়।
বিভাগীয় উপ-পরিচালক ইব্রাহিম হোসেন বলেন,
খুলনা জেলায় বিভিন্ন উপজেলা মোট ৬টি প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা আমাদের অভিযান অব্যহত রেখে কাজ করে যাচ্ছি।
সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করছি।
শিকদার শাহিন আলম বলেন,
আমরা খুলনা জেলার প্রতিটা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আমরা আমাদের সকল কার্যক্রম চলিয়ে যাচ্ছি সাথে সাথে সকল কে দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করার জন্য বিশেষ অনুরোধ করছি।
দেখা যায় জাতীয় ভোক্তা অধিকারের সকল কার্যক্রম চলোমান রেখে সকল কে সচেতন লিফলেট বিতরণ করা সহ মাইকিং করতে দেখা যায়,
এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ফুলতলা থানা পুলিশের একটি টিম
উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিপনন অধিদপ্তরের পরির্দশক
উক্ত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
Please follow and like us: