কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ কর্তৃক ৮টি বিভাগে দায়িত্ব বণ্ঠনে খুলনা বিভাগের দায়িত্বে স্থান পেয়েছে সাতক্ষীরার জ্যোৎস্না আরা
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী ও নির্বাচন মূখি করতে ৮টি বিভাগে দায়িত্ব বণ্ঠন তালিকায় খুলনা বিভাগের দায়িত্বে ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন সাতক্ষীরার কৃতি-সন্তান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান সাতক্ষীরার অগ্নি কন্যা জ্যোৎস্না আরা। শনিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের জরুরী সভায় ৮টি বিভাগের দায়িত্ব প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। খুলনা বিভাগের জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছেন ১০ জন। এই ১০ জনের মধ্যে খুলনা বিভাগের দায়িত্বে স্থান পেয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের হাত থেকে খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্তদের তালিকা গ্রহণ করেন খুলনা বিভাগের ১০ জন মহিলা আওয়ামী লীগ নেত্রী। উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ার পর থেকে প্রতিটি নেতা-কর্মী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই আলোকে আগামী ২০২৪ ইং এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা, মহানগর মহিলা আওয়ামী লীগকে নির্বাচন মূখি ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সম্পাদক মন্ডলী ও সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগে ৮টি টিম গঠন করা হয়েছে। সাংগঠনিক টিমের সকলকে তাদের কর্মকান্ড সঠিকভাবে পালন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ। খুলনা বিভাগের দায়িত্বে স্থান পাওয়া কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অগ্নি কন্যা জ্যোৎস্না আরা সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য দলীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।