তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি
লালমনিরহাটে তিস্তার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের। ঘরবাড়িসহ সবকিছু হারিয়ে এখন অসহায় জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা।
এ পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে যে পরিমান ত্রাণ বিতরণ করা হয়েছে, তা চাহিদার তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আবার অনেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগও করেছেন।
জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, বন্যাদুর্গত এলাকায় ৭০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ত্রাণ চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
তিস্তা ব্যারেজ (ডালিয়া) কন্ট্রোল রুম সূত্র জানায়, আজ ভোর ৬টায় তিস্তার পানি আরও কমে গিয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।
Please follow and like us: