আশাশুনি সরকারি কলেজে স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি সরকারি কলেজে স্নাাতক (সম্মান) ১ম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০.৩০ টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২০-২০২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ। প্রভাষক জাকির হোসেনের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৮টি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক হোসেন আলি, প্রভাষক হুজ্জাতুল ইসলাম, প্রভাষক ছহিল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক দ্বীনবন্ধু সরকার, প্রভাষক মাহমুদুল ইসলাম, প্রভাষক আসমাতুল্লাহ এবং নবাগত শিক্ষার্থীদের পক্ষে মাহবুদুল ইসলাম। অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, কলেজের শিক্ষার মান উন্নয়নে আমরা বদ্ধ পরিকর। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পত্রপত্রিকার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাতে আমরা উদ্যোগ নিতে চাই। অবকাঠামোগত উন্নয়ন, কলেজ ক্যাম্পাসের সার্বিক পরিবেশের উন্নয়ন এবং শিক্ষামূলক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা আমাদের রেয়ছে। বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে ইতিমধ্যে কার্যক্রম করা হয়েছে। আমরা তাকে নিয়ে দেওয়াল পত্রিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। দেওয়াল পত্রিকার জন্য আগ্রহীদের স্বরচিত লেখা ২৫ অক্টোবরের মধ্যে জমা দিতে আহবান জানিয়ে তিনি বলেন, আগামীতে সকল জাতীয় দিবস পালন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন স্থান, শহীদ মিনার আধুনিকায়ন করা হবে। আমরা আশাশুনি কলেজকে চরিত্র গঠন, আনন্দ ও শিক্ষার পরিবেশের কেন্দ্র বিন্দুতে পরিণত করতে আশাবাদী। তিনি এই মহৎ কর্মযজ্ঞে সকলের সহযোগিতা কামনা করেন।