জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত
আসাদুজ্জামানঃ
“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও
আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নিারপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার
আয়োজনে শুক্রবার দিবসটি উপলক্ষে পলাশপোশ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিারপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ¦ দিদারুল ইসলামের
সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি
মমতাজ আহমেদ বাপী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশিং কমিটির
সভাপতি আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর
ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বিআরটিএ
সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান
মল্লিক, সাংবাদিক সেলিম রেজা মুকুল, মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল
কালাম আজাদ প্রমুখ। এরপর সেখান থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, নিারপদ সড়ক
চাই সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ এসএম মহিদার রহমান।
এদিকে, বিআরটিএ এর আয়োজনে বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে
এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।