কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল সন্দেহে একজন আটক
নিউজ ডেস্ক:
কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ে ঘটে যাওয়া ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে এক ব্যক্তিকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইকবাল হোসেন নামের একজনকে আমরা আটক করেছি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই চলছে। তাকে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে ইকবাল সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লা আনা হচ্ছে। আনার পর জানা যাবে তিনি সেই ইকবাল কিনা।
এর আগে, সিসিটিভি ফুটেজ দেখে কুমিল্লার ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। ইকবাল হোসেন নামে সন্দেহভাজন সেই যুবকের সঙ্গে ঐ ঘটনায় আরো একাধিক যুবক জড়িত বলেও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়।