সাতক্ষীরায় যাএীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল বাস কন্টাকটারের: আহত-১০
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা খুলনা- মহাসড়কে বাস খাদে পড়ে এক কন্টাকটার নিহত হয়েছে । একই সময়ে বাসের১০জন যাত্রী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের শাকদহ নামক স্থানে খাদে পড়ে যায়। নিহত বাস কন্টাকটারের নাম রানা সরদার(৩০)। সে সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে।
আহতরা হল সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের ছেলে সাজ্জাত সরদার(৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে নওশের আলী (৭৫) খুলনা জেলার চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার ( ৪০) সহ ১০ জন । আহত ৫ জনকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকীদের সাতক্ষীরার সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা ।
পাটকেলঘাটা থানা পরিদর্শক আলহাজ্জ্ব নাজমুল হুদা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি । দূর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ গাড়ি আটক সহ বাকী ব্যবস্থা নিচ্ছে ।