রোদের সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা
নিউজ ডেস্ক:
দিনের বেশিরভাগ সময় আজ মেঘলা আকাশের সঙ্গে রোদ দেখা যেতে পারে। সেই সঙ্গে সারাদেশের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া দেশের দুই-একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী দুই দিন (৪৮ ঘণ্টায়) বৃষ্টির প্রবণতা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা পর্যন্ত) তেঁতুলিয়ায় ৯৭ মিলিমিটার এবং ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পশ্চিম বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায়ের জন্য আবহাওয়াগত অবস্থায় অনুকূলে আসতে পার। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পরেছে। মধ্য-উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অপর লঘুচাপটিও গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।