তালায় জনদূভোগ ও একটি কালভার্টের গল্প
তালা প্রতিনিধি:
তালা উপজেলা মাগুরা ইউনিয়নের বালিয়াদহা গ্রামে অবস্থিত জয়তলা কালভার্ট এবং কালভার্ট সংলগ্ন নির্মাণাধীন পাকা সড়ক চলতি বর্ষা মৌসুমে কয়েক দফায় পানিতে প্লাবিত হয়।য়ার কারণে এলাকার জনসাধারণ প্রত্যহ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
ঠিকাদার প্রতিষ্ঠানের স্বাধিকারী মোহাম্মদ আনু মাস্টার বলেন-” আমি সরকারি দিক নির্দেশনা অনুযায়ী চলমান প্রক্রিয়াটি নির্মান করছি”।কালভার্টটির মাধ্যমে খলিশখালী ও মাগুরা দুইটি ইউনিয়নের অনেকাংশের পানি নিষ্কাশন হয়।সরেজমিনে দেখা গেছে কালভার্টটি নিচু করে তৈরী করা হয়েছে এবং সংযোগ স্থাপন সড়কটি পানির স্রোতে ভেঙে পড়ছে।সুষ্ঠু পানি নিষ্কাশন না হওয়া এ অঞ্চলের কৃষি এবং ছোট বড় মাছের ঘের হুমকির সম্মুখে পড়েছে।
স্থানীয় কৃষক আনিসুর রহমান,হায়দার আলী সরদার মাছ চাষী শাওন বিশ্বাস, নাজমুল পাঁড়, মফিজুল শেখ, সৌমিক, সোহাগ মোড়ল, সোহান বিশ্বাস বলেন সুষ্ঠুভাবে পানি নিষ্কাশন না হওয়া এ অঞ্চলের চাষাবাদ এবং মংস্য ঘের প্লাবিত হয়েছে।
স্থানীয় উপজেলা চেয়ারম্যান বাবু সনৎ কুমার ঘোষ এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি আশ্বস্ত করে বলেন -” সংযোগ স্থাপন সড়কটি উঁচু করে নির্মান এবং পানি সরবরাহের দ্রুত ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করে এ অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন”।
Please follow and like us: