বিশ্বকাপের মাঝপথে নিয়ম বদলাল আইসিসি
টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি জানিয়েছিল প্রাথমিক পর্ব পেরোতে পারলেই শ্রীলঙ্কা আর বাংলাদেশকে ‘শীর্ষ বাছাই’ বিবেচনা করা হবে। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ বিবেচনা করা হবে না। টুর্নামেন্টের মাঝপথে নিয়মটা বাতিল করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
নতুন বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, প্রাথমিক পর্বে গ্রুপ শীর্ষে থেকে শেষ করা দলটাকে শীর্ষ বাছাই হিসেবে বিবেচনা করা হবে সুপার টুয়েলভের জন্য।
তাতে বিপাকে পড়েছেন বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকরা। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদকর্মীদের জানাতে হয়েছে, তারা কোন কোন ম্যাচ কাভার করতে চান।
স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ‘বি-১’ ধরে সবাই ম্যাচ নির্ধারণ করেছেন। আইসিসি এখন বলছে ভিন্ন কথা। অবশ্য ম্যাচ নির্বাচনের সুযোগ আবার নতুন করে দেয়া হবে।
বাংলাদেশকে ‘বি-১’ ধরে যেসব দর্শক টিকেট করেছেন, তাদের নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি এখনও।
আগের বাস্তবতা ছিল গ্রুপপর্ব উতরাতে পারলেই ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ড-আফগানিস্তানের গ্রুপে পড়বে বাংলাদেশ। এখন তা হচ্ছে না। গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ ধরেই নির্ধারণ হবে সুপার টুয়েলভের গ্রুপিং।