ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর মহিলাদের নিয়ে পৃথক উঠান বৈঠক
আব্দুর রশিদ বাচ্চু:
ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম মঙ্গলবার পৃথক দুটি উঠান বৈঠক করেন। বিকেল ৪ টায় চর ডুমুরিয়ায় মহিলাদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খিজির বিশ্বাস, হোসেন শেখ , আকবর শেখ, সোনিয়া বেগম, মেহেরুন বেগম, তাছলিমা বেগম, ফরিদা বেগম, ইয়াছমিন, নাজমা বেগম, মনিরুল ইসলাম মনা, রঞ্জিতা বেগম, বিল্লাল হোসেন,লোকমান হোসেন, জামির হোসেন, মসলেম হোসেন, ইয়াছিন আলী প্রমুখ।
পরে সন্ধ্যায় মহিলাদের নিয়ে অপর একটি উঠান বৈঠক মির্জাপুর উত্তর মাথায় অনুষ্ঠিত হয়। এছাড়া সকালে তিনি ডুমুরিয়ায় অসুস্হ্য ইছহাক গাজী ও শেখ আবু বক্কারকে দেখতে যান। দুপুরে খুলনা সাংবাদিক ইউনিয়নের এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন।
এ সময়ে উপস্হিত ছিলেন পঞ্চানন মন্ডল, দিবাশীষ মন্ডল, মুজিবুর রহমান মোড়ল, শাহাজান শেখ, আজমত শেক, রিজাউল শেখ, রফিকুল মোড়ল, জাহাঙ্গীর মোড়ল, নওশের সরদার, সোহাগ গাজী, খান মহিদুল অশোক মন্ডল, আরিফুজ্জামান নয়ন, ইসলাম, রাব্বি শেখ, হারুনুর রশীদ বাবু,বাধন মন্ডল, এস কে বাপ্পী, ইয়াছিন মোড়ল, ফেরদৌস শেখ প্রমুখ।
Please follow and like us: