ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ
আঃজলিল-যশোর:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজ সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে ।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, আজ ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
Please follow and like us: