সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী’র আলোচনা সভা
সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় সদর উপজেলা স্বর্ণ ও ছাই মাটি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জিএম আলাউদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য দৈনিক সুপ্রভাত পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম পারভেজ, দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্ফল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, এড. খায়রুল বদিউজ্জামান (বাচ্চু), আব্দুর রাজ্জাক। এছাড়াও সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য সিরাজুল ইসলাম, আবু বক্কর, ইয়াছিন আরাফাত, মফিজ, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বর্ণ ও ছাই মাটি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল্লাহ। সভা শেষে দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন আলম খান।