সাতক্ষীরায় দুর্গোৎসব উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনির উপজেলার কাদাকাটির হলদেপোতা নদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব কাদাকাটি সার্বজনীন দুর্গা মন্দিরের কর্তৃপক্ষের আয়োজনে ৬ টি বাইচদল অংশগ্রহণ করেন। এরমধ্যে আশাশুনির খাসেরাবাদ নৌকা বাইচ প্রথম , তালা উপজেলার ষষ্ঠ গ্রাম ও জয়মা কালী যৌথভাবে দ্বিতীয় অবস্থিত হয়।
https://www.facebook.com/watch/?v=303264804578706&ref=sharing
বাইচ শেষে বিজয়ীদের মধ্যেপূর্ব কাদাকাটি দুর্গা মন্দিরের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষীকান্ত মন্ডলের সভাপতিত্বে নৌকা বাইচ উপভোগ করেন আশাশুনি থানার ওসি তদন্ত বিশ্বজিৎ অধিকারী, তালা উপজেলার সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় কুমার, কাটাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী অমৃত কুমার সানা, প্রভাষক বীরেন কুমার মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় নদীর দুই ধার দিয়ে হাজার হাজার নারী-পুরুষ নৌকা বাইচ উপভোগ করেন।