বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ টাউন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়ী
বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লিগে বৃহস্পতিবারের খেলায় টাউন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে পার্ক একাদশকে পরাজিত করে। টাউন স্পোর্টিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন সবুজ। খেলায় আক্রমণ পাল্টা আক্রমণ উত্তেজনার মধ্য দিয়ে
খেলায় টাউন স্পোর্টিং ক্লাব ব্যাপক আক্রমণ ও পাল্টা আক্রমণ করে উভয় দলই গোলের নিশ্চিত সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে টাউন স্পোর্টিং ক্লাব একটি গোল করে দলকে এগিয়ে নেন সবুজ। মধ্যকার খেলাটি দর্শক আনন্দ উপভোগ করেছেন খেলাটি দেখে। খেলা উপভোগ করেন ফুটবল লিগ কমিটির সম্পাদক ইমদাদুল হক খান, শেখ আসলাম হোসেন হেলাল, করুনাময় ঘোষ, ফিরোজ হাসান,আসরাফুল হক দোলন, শেখ হাফিজুর রহমান, আ ম আক্তারুজ্জামান মুকুল, শেখ মাসুদ আলী, ইকবাল কবীর খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, হারুন খান, আসাদুর রহমান, আবুল কাশেম বাবর আলী, আব্দুল গাফফার,অজিয়ার রহমান,আব্দুস সামাদ, ওয়াসিউদ্দীন খান টিপুর, অলিউল রহমান আতাউর রহমান আতিক,সহ সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আজকের খেলা ইউনিয়ন ক্লাব বনাম সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব এর মধ্যকার খেলাটি উপভোগ করার জন্য সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অগ্রিম আমন্ত্রন জানানো হয়েছে।
আজকের খেলা পি কে ইউনিয়ন ক্লাব বনাম সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি
১৪.১০.২০২১