পারুলিয়ায় টাইটানিক মণ্ডপে দেবী দেখতে ভক্তদের ভিড়
দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষে টাইটানিক জাহাজের আদলে বানানো হয়েছে পূজার মণ্ডপ। ব্যতিক্রমী এই মণ্ডপ ভক্ত ও দর্শনার্থীদের নজর কেড়েছে। পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন মন্দির কমিটি এই ব্যতিক্রম পূজামণ্ডপ তৈরি করেছেন। আয়োজকদের দাবি এটি খুলনা বিভাগের অন্যতম মণ্ডপ।
জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি কার্তিক মিস্ত্রি বলেন, করোনার কারণে দুই বছর আমরা পূজায় আনন্দ করতে পারিনি। এ বছর দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে। বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দোলায় করে ফিরে যাবেন।
দর্শনার্থী দেবাশিস বসু শেখর বলেন, জেলার মধ্যে এটি ব্যতিক্রম পূজামণ্ডপ। এখানে ১০৮ বছর আগের ইতিহাসের টাইটানিক জাহাজের আদলে প্যান্ডেল ও মণ্ডপ গড়ে তোলা হয়েছে। সে কারণে পরিবার নিয়ে চলে আসছি দেখতে। বাচ্চারা খুবই মজা করেছে। বর্ণাঢ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে।
দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনিন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলিপ সরকার বলেন, আমাদের এখানে প্রতি বছর নতুন আঙ্গিকে দুর্গাপূজা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার টাইটানিক জাহাজের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ। এটি তৈরি করতে প্রায় এক মাস লেগেছে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিবছর ব্যতিক্রম কিছু করার চেষ্টা থাকে। এ বছরও প্রচুর মানুষ আমাদের পূজার আয়োজনে শামিল হয়েছেন। জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে হওয়ায় অনেকেই সহজেই চলে আসতে পারছেন। শুধু শহরের মানুষ নয় খুলনা, যশোরসহ আশপাশের আরও বিভিন্ন এলাকার মানুষ এটি দেখতে আসছেন। করোনা মহামারির কথা মাথায় রেখে মাস্ক ও সেনিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। প্যান্ডেল, ডিজিটাল প্রতিমা, বর্ণাঢ্য আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।