দেবহাটার খলিষাখালীতে ভূমিহীন সমিতির বিক্ষোভ সমাবেশ
দেবহাটার খলিষাখালীতে ভূমিহীন সমিতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩.১০.২০২১) বিকালে খলিষাখালী চরে ভূমিহীন নেতা আব্দুল গফ্ফারের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও ভূমিহীন নেতা আবুল হোসেন, সাইফুল, নজরুল, ফাতেমা খাতুন, আয়েশা সিদ্দিকী, আঞ্জুয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খলিষাখালীতে ভূমিদস্যদের অত্যাচারে অতিদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের নিরাপত্তাদানের পাশাপাশি ভূমিহীনদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও হাজার হাজার বিঘা সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্টনের দাবি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে প্রত্যাশা করেন। বক্তারা আরও বলেন, বিগত দিনে জেলার হাজার হাজার সরকারি বিঘা খাস জমি ভূমিদস্যুরা দখলে নিয়ে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে দাপটের সাথে দাপিয়ে বেড়াচ্ছেন। তাদেরকে চিহ্নিত করার পাশাপাশি ঐ সরকারি সম্পত্তি উদ্ধারের বিহীত ব্যবস্থা করতে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।