ডা. রুহুল হক এমপি’র সাথে ওসি ওবায়দুল্লাহ’র শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ।
বুধবার রাতে দেবহাটা উপজেলার ২১টি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে নলতায় ডা. রুহুল হক এমপি’র বাসভবনে পৌঁছে ওসি শেখ ওবায়দুল্লাহ সাংসদ রুহুল হককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, খলিশাখালি ইস্যুসহ বিভিন্ন বিষয়ে রুহুল হক এমপি’র সাথে আলোচনা করেন ওসি শেখ ওবায়দুল্লাহ।