শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ
চলছে শারদীয় দুর্গাপূজা। মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজ মহাঅষ্টমী।
বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ৫৯ মিনিটে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে অষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
তবে, করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবছরও ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে না মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা।
অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু হবে ও সমাপনী হবে রাত ১২টা ৪২ মিনিটে। তাছাড়া এদিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মঙ্গলবার সারাদেশে বিভিন্ন পূজামণ্ডপে সকালে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। দিনব্যাপী আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠানের। দুপুরে দেবী বন্দনার পর প্রসাদ বিতরণ ও বিকেলে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় সার্বজনীন উৎসবের দ্বিতীয় দিন।
গত সোমবার (১১ অক্টোবর) সকালে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের পর আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।