সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা
শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এর আগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.কে ফজলুল হকের কেক কেটে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন।
সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শাহীন ও পৌর শ্রমিক লীগের সভাপতি মো.জোহর আলী সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা
পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্রু, ডা. মুনসুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন শফি, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান, জেলা সড়ক
পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত প্রমূখ।
এরআগে, জেলা, উপজেলা ও ভোমরা বন্দর শ্রমিক লীগের বিভিন্ন ইউনিট থেকে ঢাকঢোল পিটিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভাস্থলে এসে শেষ হয়।