কাশ্মীরে এনকাউন্টারে প্রাণ গেল পাঁচ ভারতীয় সেনার
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অভিযান পরিচালনার সময় এনকাউন্টারে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র অফিসারসহ পাঁচ সেনা নিহত হয়েছেন।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে সুরানকোটের ডিকেজির কাছে একটি গ্রামে অভিযান শুরু করা হয়। এরপর সেখানে ব্যাপক গুলি বর্ষণ হলে একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদমর্যাদায় চারজন গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।
সম্প্রতি কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী তৎপরতা বেড়েছে বলে দাবি করেছে ভারত। গত সপ্তাহে বিভিন্ন ধর্মাবলম্বীর সাত নাগরিককে হত্যা করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনায় ৯ শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
Please follow and like us: