প্রথম স্ত্রীর সঙ্গে ডেভোর্সের পরেই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন নোবেল
বিনোদন ডেস্কঃ
সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেল। তার স্ত্রী মেহরুবা সালসাবিল গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন। বুধবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সালসাবিল নিজেই।
তিনি বলেন, নোবেল মানসিকভাবে অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধাান্ত নিয়েছি।
স্ত্রীর পাঠানো তালাকের নোটিশ হাতে পেয়েছেন, বিষয়টি নিশ্চিত করে নোবেল গণমাধ্যমকে জানান, ওকে (সালসাবিল) ভালোবেসে বিয়ে করেছি বলে ছাড়তে পারিনি। সে এবার আমাকে তালাকনামা পাঠিয়েছে, আমি পেয়েছি। কিন্তু স্বাক্ষর করবো না। তিনমাস পর এটা এমনি এমনিই কার্যকর হয়ে যাবে।
ফের বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করবো। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।
প্রসঙ্গত, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান মাইনুল আহসান নোবেল। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। গত ১১ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল।