নলতা ইউপি নির্বাচনে নৌকার দুই মনোনয়ন প্রত্যাশির একাত্মতা ঘোষণা
তরিকুল ইসলাম লাভলু:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশি নৌকার বিজয় নিশ্চিত করতে একাত্মতা ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইউনিয়ন আওয়ামিলীগের বিশেষ বর্ধিত সভায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় ও নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান দলের অস্তিত্ব রক্ষায় দ্বিধা বিভেদ ভুলে ঐক্যমতের ভিত্তিতে একই মঞ্চে নির্বাচনী প্রচার প্রচারনায় মাঠে নামার প্রত্যায় ব্যক্ত করেন।
তারা বলেন, দলের নিতীনির্ধারক ও অভিভাবকদের সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনীত করবে আমরা একে অপরের সহযোগী হিসেবে জননেত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপির রাজনৈতিক হাতকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। আরও বলেন, ২০১৩/১৪ সালের সেই ভয়াবহ দিন গুলি হতে আমাদের শিক্ষা নিতে হবে, দেশের স্বাধীনতা বিরোধী শক্তি জঙ্গীবাদ ও সন্ত্রাস তথা সরকার বিরোধী সকল অপতৎপরতাকে রুখে দিয়ে একটি আধুনিক বাংলাদেশ বির্নিমানে আওয়ামী সরকারের সামগ্রিক উন্নয়নের সহযোগী হিসেবে নিজেদের আত্মনিয়োগ করাই আমাদের লক্ষ্য।
এঘটনায় বাংলাদেশ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকরা এমন দৃষ্টান্তকে স্বাগত জানিয়ে চরম উৎসাহ উদ্দীপনার সাথে মিষ্টি বিতরনের মধ্যদিয়ে নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করেন।