ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা ও শিক্ষকদের সম্মাননা প্রদান
ফয়জুল হক বাবু::
৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে আলোচনাসভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনাসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন বাবলু, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান।
আলোচনা শেষে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুসহ দুইটা স্কুলের মোট তিনজন শিক্ষক কে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা হিসাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মো: মোহসিন উদ্দিন, ব্রহ্মরাপুর সরকারি প্রধান শিক্ষক মো: মনিুরুল ইসলাম ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রুহুল আমিন বাবলুকে শিক্ষক দিবসের এই সম্মাননা দেওয়া হয়।