কলারোয়ার সোনাবাড়িয়া ইউপির সংরক্ষিত আসনে পুনঃভোটে বিজয়ী রহিমা খাতুন
কামরুল হাসানঃ
কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত ওয়ার্ডের (৪, ৫ ও ৬নং) পুনঃনির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
সোনাবাড়িয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জানান, সোনাবাড়িয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের পুনঃভোটগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা করেন সমভোট প্রাপ্ত জিরাফ প্রতীকের মোছাঃ রহিমা খাতুন ও মাইক প্রতীকের ডলি আক্তার। বেসরকারি ফলাফলে মোছাঃ রহিমা খাতুন ২ হাজার ৬শ ৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডলি আক্তার পেয়েছেন ৯শ ৪১ ভোট। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সোনাবাড়িয়া ইউনিয়নের এ সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ রহিমা খাতুন ও ডলি আক্তার সমসংখ্যক (১,৩২২) ভোট প্রাপ্ত হন। সমভোট পাওয়ায় ওই আসনে বৃহস্পতিবার পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Please follow and like us: