সাতক্ষীরায় জলাবদ্ধ নিরসনে টিআরএম বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের দাবীতে হাটু পানিতে দাঁড়ি মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় জলাবদ্ধ নিরসনে বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের দাবীতে হাটু পানিতে দাঁড়ি মানববন্ধন পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন পরিচালিত পানি কমিটির আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২ টায় বেড়াডাঙ্গি শতদল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেতনা তীরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিরিভার বেসিন পানি কামটির সভাপতি অ্যাড. কামরুজ্জামানান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ সেলিম আকতার স্বপন, দিলিপ সানা, কপোতাক্ষ বেসিন পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম, ভুক্তভোগী এলাকাবাসী গৌরি রানী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বেতনা ও মরিচ্চাপ অববাহিকার ৪৭টি গ্রামের ৮ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে আছে গত ৩ মাস যাবত। প্রায় তিন দশক ধরে এই অ লের ২০ লাখ মানুষ একই সমস্যায় ভুগছেন এমনটি উল্লেখ করে বেতনা তীরের বিস্তীর্ন জলাবদ্ধ জমিতে দাড়িয়ে ভুক্তভোগীরা বলেন, আমরা পানিতে ডুবছি। আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। বাড়িঘর ধ্বসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সুপেয় পানির অভাবে নানা ধরনের পীড়ার সাথে আক্রান্ত হয়েছি চর্মরোগে। এই দুরবস্থা থেকে আমাদের রক্ষা করুন বলে জোর দাবি তোলেন তারা। বক্তারা আরও বলেন, আমাদের এলাকা কর্মহীন হয়ে পড়ায় পুরুষশূন্য হয়ে পড়েছে। নারীরা সংসারের দায়ভার নিয়ে অচল অবস্থায় পড়েছেন। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই, পানি অপসারনের কোন পথ নেই। ফসল শেষ হওয়ার সাথে সাথে ছোট ছোট মাছের ঘেরগুলিও তলিয়ে গেছে। গবাদিপশু, হাসমুরগি পালনও বন্ধ হয়ে গেছে। বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে পড়ায় এ বছরে প্রয়োজনের তুলনায় ৭০০ মিলিমিটার গড় বৃষ্টিপাত কম হলেও জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে।
মানববন্ধন শেষে সেখানে এক সংবাদ সম্মেলনে জলাবদ্ধ নিরসনে টিআরএম বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।