সাংবাদিকতায় উচ্চ শিক্ষা অর্জনে ফাতেমা তুজ জোহরা ডানার ভারত গমণ
কামরুল হাসানঃ
জাতীয় দৈনিক “কালের কন্ঠ” পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ফাতেমা তুজ জোহরা ডানা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মনোনীত হিসাবে সরকারি স্কলারশীপ নিয়ে সাংবাদিকতায় উচ্চ শিক্ষা অর্জনে ভারতের চেন্নাই অবস্থিত এশিয়ান জার্নাল ইনিস্টিটিউটে এক বছরের কোর্স করার জন্য ভারত গমণ করেছেন। গতকাল স্পাইস জেট এয়ারে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহ্ জালাল বিমান বন্দর থেকে রওনা দেন। উল্লেখ্য, এই স্কলারশিপের মাধ্যমে এবছর সাংবাদিকগণের মধ্য থেকে তিনি মনোনীত হন। তিনি কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আতাউর রহমান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমানের ভাইজি এবং শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়র অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক বজলুর রহমানের একমাত্র কন্যা। তিনি অনার্সে ইংরেজী বিষয়ে প্রথম শ্রেনীতে এবং সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন সহ দেশের বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। ডানা সকলের দোয়া প্রার্থী।
Please follow and like us: