আশাশুনিতে পানিবন্দি মানুষের মাঝে শরুব ইয়ুথ টিমের ফ্রি মেডিকেল অনুষ্ঠিত
উপকূলীয় এলকা সাতক্ষীরা আশাশুনি প্রতাপনগরে শ্যামনগরের যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকা হয়তে পানিবন্দি এলাকা সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগরে তালতলা বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রায় ২ শতাধিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে অনুষ্ঠানে চিকিৎসক হিসাবে অংশ নেন পল্লী চিকিৎসক মো: ফারুক হোসাইন, শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতু্ল নাঈম, কার্যনির্বাহী পরিষদের সদস্য মেহেরাব হোসেন ইমন, ইয়াসিন রহমান, বাদশা ওয়ালিদ।
স্বেচ্ছাসেবী রাশিদুল, সাইফুল্লাহ,গোলাম রসূল বাবু,জুবাইদা খাতুন, মহিউদ্দীন, সাবিনা খাতুন,শুভ,সুমন রাজ, মারুফ বিল্লাহ, রফিকুজ্জামান,মইনুল ইসলাম সহ প্রমূখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রসঙ্গে শরুবের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতু্ল নাঈম বলেন দীর্ঘ দেড় বছরের অধিক সময় ধরে প্রতাপনগরে মানুষ পানি বন্দী হয়ে আছে।
যার ফলে এই এলাকার মানুষ বিভিন্ন পানিবাহিত রোগ সহ নানা স্ব্যাস্থ হীনতায় ভুগছে। ফলে এই এলাকায় মানুষ সুস্থ ভাবে চলাফেরা করতে পারছে না, নানা বিপাকে পড়ছে তারা। তাদের বর্তমানে স্ব্যাস্থ সুরক্ষায় কথা বিবেচনা করে আমরা এ কর্মসূচী আয়জোন করছি।
Please follow and like us: