বাংলাদেশের সবাই করোনা পরীক্ষায় পাস
স্পোর্টস ডেস্কঃ
মহামারি করোনার কারণে এখন সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিয়মমাফিক কোভিড-১৯ টেস্ট করতে হচ্ছে। বিশ্বকাপের কারণে শনিবার সকালেই বাংলাদেশ ক্রিকেট দল সংশ্লিষ্ট সবার স্যাম্পল কালেকশন করা হয়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৌখিকভাবে জানিয়েছেন, বাংলাদেশ দলের ১৫ ক্রিকেটার (সাকিব ও মুস্তাফিজ আইপিএল খেলার কারণে আরব আমিরাতে, আরো দু’জন রিজার্ভসহ), ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার সাব্বির খান, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও সাপোর্টিং স্টাফ সোহেলসহ সবারই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
সব কিছু ঠিক থাকলে রোববার রাত ১০ টার পরে চার্টার্ড ফ্লাইটে করে ওমানের উদ্দেশ্যে রওনা হবে টিম বাংলাদেশের ক্রিকেটাররা।
মরুর দেশ ওমানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে মাসকটে পাঁচ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। নিজেদের খরচে ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। চারদিন ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে দল। ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে।
এরপর ১২ ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন ফিরে যাবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।