কুল্যায় দু’টি ওয়ার্ডে গাছের চারা বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে গাছের চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বিকালে আজিজ ফাউন্ডেশন ও াতনদীর উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।
বিকাল ৪ টায় পুরোহিত জামে মসজিদের সামনে দৈনিক সাতনদী পরিবার ও আজিজ ফাউন্ডেশন আশাশুনির উদ্যোগে চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম। সাতনদী সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরটিভি জেলা প্রতিনিধি ও সংকল্প সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, উপ সহকারী কৃষি অফিসার সুকদেব কুমার সাধু, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালী, মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর, ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, সমাজ সেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজিজ ফাউন্ডেশন ও সাতনদী পরিবার কুল্যা ইউনিয়নে ৩০ন হাজার কাগুজী লেবু ও ২০ হাজার থাই পেয়ারার চারা বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গুনাকরকারি কামিল মাদরাসা ময়দানে বিশাল অনুষ্ঠানে অক্টোবর মাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেছিলেন।