আশাশুনিতে অবৈধ পকেট কমিটি বাতিলের দাবীতে খ্রীস্টান ধর্মাবলম্বীদের মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
ঢাকা ও বাগেরহাটসহ দূরবর্তী শহরে বসবাসকারীদের অন্তর্ভূক্ত করে অগঠনতান্ত্রিক ভাবে আশাশুনি উপজেলা খ্রীস্টান এসোসিয়েশানের কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ অক্টোবর) সকাল ৯.৩০ টায় আশাশুনি উপজেলার বড়দল ক্যাথলিক মিশনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলার সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের আয়োজনে দেশের দূরবর্তী শহরে বসবাসকারী ব্যক্তিদের কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে অন্তর্ভূক্ত করে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির অজ্ঞাতে অগঠনতান্তিকভাবে গঠিত অবৈধ উপজেলা খ্রিস্টান এসোসিওেয়শানের পকেট কমিটি বাতিলের দাবী এবং স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্য ও শান্তিপূর্ণ অবস্থান অটুট রাখতে কেন্দ্রীয় ও জেলা কমিটির কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ফাদার পালক পুরোহিত ফিলিপ মন্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, পিয়ুস হালদার, লালন সরকার প্রমুখ। ফাদার ফিলিপ মন্ডল বলেন, তারা আমার কাছে এসেছিল, আমি বলেছিলাম প্যারিসে বসে সকলের সম্মতিতে নিয়মতান্ত্রিক ভাবে কমিটি করা হবে, কিন্তু তারা তা না করে যে কমিটি দিয়েছে তা কেউ গ্রহন করেনি। ৩০টি চার্চের সকল মানুষের আহবানে আমাকে আজকের দানববন্ধনে অংশ নিতে হয়েছে। অন্য বক্তারা বলেন, ফাদারের দিকনির্দেশনায় আমরা খ্রিস্টান ধর্মাবলম্বীরা চালিত হয়ে থাকি। ফাদারকে অসম্মান করে, সাংগঠনিক নিয়মকে তুয়াক্কা না করে, সাতক্ষীরা জেলা কমিটির সম্পূর্ণ অজ্ঞাতে এলাকার সদস্যদের না নিয়ে কেন্দ্রীয় কাউন্সিল খুলনা জোনের সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ১৫/৭/২১ তাং স্বাক্ষরিত ৬ মাসের জন্য আশাশুনি উপজেলা শাখা কমিটি ঘোষণা দেওয়া হয়। এতথ্য জানতে পেরে এলাকার সকল চার্চের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েন। এবং ফাদারের সাথে কথা বলে তার নির্দেশনা মোতাবেক কমিটি গঠনের দাবী তোলেন। কিন্তু তারা সে দাবীকে তুয়াক্কা না করে এবং কমিটি বাতিল না করে বেশ কিছুদিন পর পুনরায় অবিশ্বাস্য হলেও সত্য যে, ঐ একই ডেটে (ব্যাক ডেটে) একই ব্যক্তিদ্বয়ের স্বাক্ষরিত ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করেন। আরও দুঃখের বিষয় হলো ফাদারের নির্দেশনা না মেনে তাকে অপমানিত করার পর ঐ কমিটির সাথে উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে, যাতে ফাদারকে উপদেষ্টা রাখা হয়েছে। এনিয়ে খ্রীস্টান ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে।