তালা উপজেলায় অতিবৃষ্টিতে খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত
জহর হাসান সাগর
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভারী বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে এর মধ্যে শাহাপুর দয়ানি শরীগাতী খাল দিয়ে ট্রলারে করে মেষের ডাঙ্গা, সোনাবাধাল, হরিনখোলা বাতুয়াডাঙ্গা, বিশ্বাসের চক, কুলপোতা, কলাগাছি, দরমুড়াগাছা, শালিখা, বালিয়া, খেশরা, ডুমুরিয়া ও শাহাজাতপুর সহ বিভিন্ন স্থানে পানি বন্দি হয়ে আছে শত শত মানুষ।
খেশরা ইউনিয়ন এর ১-৫ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত আট গ্রামের মানুষের মাছের ঘের অতিবৃষ্টির কারনে পানিতে তলিয়ে নদী ও খালের সাথে একাকার হয়ে গেছে। এছাড়া জলাবদ্ধতার কারণে আবাদি ফসল, বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। স্থানীয় নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সাংবাদিকদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবী প্রধানমন্ত্রী সহ এমপি, জেলা, উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান এর কাছে ক্ষতি পূরণ সহ আর্থিক সহযোগিতা ।
Please follow and like us: