মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক
আন্তর্জাতিক ডেস্কঃ
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৯৫ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ জানান, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকা থেকে ৩২৬ জন অভিবাসীকে আটক করা হয়। কাগজ যাচাইয়ের পর ২৯৭ অভিবাসীকে রেখে বাকি ২৯ জনকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো বলেন, অধিকতর তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
খায়রুল দাউদ বলেন, যেসব বিদেশিদের আটক করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণশ্রমিক। কেউ কেউ ব্যবসায়ীও।
তিনি আরো বলেন, আটকদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি এবং ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন, ভিয়েতনামের ছয়জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।
খায়রুল দাজেমি দাউদ সাংবাদিকদের বলেন, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, জনবসতিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তারা আবাসন ও কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে। আইন ৪৪৬ মেনে না চলার অপরাধে এসব শ্রমিকদের নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে।