সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি:
সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ সমস্যা, সম্ভাবনা ও মৎস্যজীবীদের পক্ষে সাংবাদিক ও সুশীল সমাজের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯) সেপ্টেম্বর সকাল ১১টায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরা চায়না বাংলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি এড আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আবু আহমেদ, মনিরুল ইসলাম মিনি, উত্তরণের মনিরুজ্জামান জমাদ্দার,
সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনুর রশিদ, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, কালিগঞ্জের মৎস্যজীবী প্রতিনিধি আবুল হোসেন, মৎস্যজীবী লক্ষণ চন্দ্র বাগ, নিতাই ঢালী, কুমার মন্ডল, রবিন মন্ডল প্রমুখ।
মূল প্রবন্ধ পাঠ করেন এড মনিরুদ্দিন। বক্তরা সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ বাস্তবায়ন করে প্রকৃত মৎস্যজীবীদের কাছে জলমহাল ইজারা দেওয়ার দাবী করেন।
Please follow and like us: