শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়ি গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে আবু সাঈদ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, চেয়ারম্যান আবু হেনা সাকিল টানা দীর্ঘ ১৯ বছরের বেশী সময় ধরে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার পিতা মরহুম আবু বকর ছিদ্দিক চেয়ারম্যান হিসাবে দীর্ঘ ২৩ বছর শ্রীউলা ইউনিয়ন বাসির সেবা করে গেছেন। তিনি নিজেও এলাকার উন্নয়নে কাজ করে চলেছেন। কিন্তু তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। এদের মধ্যে শ্রীউলা গ্রামের মৃত বাবুর আলী সরদারের ছেলে আলাউদ্দীন লাকী ইউনিয়নের স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে হাত মিলিয়ে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত শুরু করেছেন। বেশ কিছুদিন আগে উক্ত লাকী চেয়ারম্যান সাকিলকে হত্যার উদ্দেশ্যে তার পরিষদে ঢুকে হামলা চালায়। এসময় লাকী বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। লাকীর হামলায় রুস্তম আলী নামের এক আওয়ামীলীগ কর্মী গুরুতর আহত হয়।
এখনো সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় লাকীর নামে দায়ের করা মামলা চলমান। তিনি আরো বলেন, আলাউদ্দীন লাকী গত ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। লাকী আটক হওয়ার সাথে তার (চেয়ারম্যানের) কোন সম্পৃক্তা নেই। এছাড়া ইউনিয়নের সকল সরকারি বরাদ্দ তিনি সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের উপস্থিতিতে এলাকার মেম্বরের মাধ্যমে সঠিক ভাবে বিতরণ করে থাকেন। আলাউদ্দীন লাকী ও নৌকার বিরোধীতাকারি একটি অপশক্তি আগামী ইউপি নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিতর্কিত করতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় লাকীর দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপশি তদন্ত পূর্বক আলাউদ্দীন লাকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।