আশাশুনির বিভিন্ন সংগঠনের শেখ হাসিনার জন্মদিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আশাশুনি উপজেলা ছাত্রলীগ ঃ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭৫ টি বৃক্ষরোপণ করা হয়। এরপর আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসমাউল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আল-আমিন হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনি স্বেচ্ছাসেবকলীগ ঃ আশাশুনি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজন মাননীয় দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও বৃক্ষরােপন কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন ও কেক কাটা উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসবেকলীগ সভাপতি এস এম সাহেব আলি। অনুষ্ঠানে উপজেলা ও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান ঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিবস উপলক্ষে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগেরর যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল ৪টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগেরর সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সরদার, সাবেক ইউপি সদস্য স্বপন মন্ডল, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।