শ্যামনগরে মানসিক ভারসাম্যহীন মানুষের স্বাস্থ্য-চিকিৎসা দিলেন “শরুব”
Post Views:
৪৩৯
শ্যামনগর প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা, মান্না দের কন্ঠে গানের ফলশ্রুতিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় মু্ন্সিগন্জ ইউনিয়নে হরিনগর বাজারে এক মানসিক ভারসাম্যহীন মানুষ তার পেটের নিচে কিছু দিন আগে ঘা হয়েছিল। সেখানে ইনফেকশন হয়ে বর্তমানে বড় ক্ষত হয়ে পোকা হয়ে গেছে। স্থানীয় এক ভাই (আনিছুর) তার দেখা শুনা করতেন কিন্তু মানুষটির চিকিৎসা কেউ করতে রাজী হয়নি, এমন কি গ্রাম্য চিকিৎসক রা চিকিৎসা দিতে রাজি হয়নি। আস্থা রক্তদান সংস্থার একজন স্বেচ্ছাসেবী ভাই শরুব ইয়ুথ টিম – SHARUB YOUTH TEAM কে বিষয়টি অভিহিত করেন। তাৎক্ষণিক বিষয়টি শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা কে অভিহিত করে, তিনি আমাদের হাঁসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
সাথে সাথে তাকে শরুব ইয়ুথ টিম স্বেচ্ছাসেবীরা হাঁসপাতালে ভর্তি করে । শ্যামনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভারসাম্যহীন ব্যক্তির শারীরিক অবস্থা ভালো না হয় প্রাথমিকভাবে চিকিৎসা ও ড্রেসিং দিয়ে সাতক্ষীরা সদর হাঁসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি পরিচয় হীন মানসিক ভারসাম্য হারানো এই ব্যক্তির বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাঁসপাতালে নেওয়া হচ্ছে।
সর্ব কাজে শরুব ইয়ুথ টিমকে সহযোগীতা করেন আস্থা রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসী ও সুধী সমাজের ব্যক্তিবর্গ “শরুব” ইউৎ টিমের সদস্যদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।