শ্যামনগরের প্রশাসনকে বোকা বানিয়ে কয়েক কোটি টাকার মূল্যে তক্ষক সাপ উধাও

আশিকুজ্জামান লিমন:

সাতক্ষীরা জেলার শ্যামনগরের রমজাননগরে প্রশাসনকে বোকা বানিয়ে কয়েক কোটি টাকার মূল্যে তক্ষক সাপ উধাও ৷ রমজাননগর ইউনিয়নের নম্বর ওয়ার্ড টেংরাখালি গ্রামে একটি ৫৩০ গ্রাম ওজনের ১৮ ইঞ্চি লম্বা তক্ষক সাপ ধরেছে স্থানীয়রা ৷ যার মূল্য দুই কোটির অধিক । এলাকা সূত্রে জানাগেছে যে, টেংরাখালী গ্রামের বর্তমান কলারোয়ার মৃত হামিজউদ্দীনের পুত্র বারী ওরফে গুটি বারি কয়েক বছর আগে একটি তক্ষক সাপের বাচ্চা এনে তার বসত অযোগ্য বাড়ীতে ছেড়ে দিয়ে রাখে । সেই থেকে ধীরে ধীরে সাপটি বড় হতে থাকে । শুকুর আলীর পুত্র আঃ কাদের, রমজান আলীর পুত্র বিল্লাল হোসেন, আব্দুল সরদারের পুত্র এমাম সরদার, আনিসুর রহমানের পুত্র বাদশা ৪ জন প্রায় সময়ে কাদেরের বাড়িতে জুয়া খেলে থাকে ৷ প্রতিদিনের মত গত ২৫ সেপ্টম্বর ২০২১ তারিখ সকাল ১০টার দিকে জুয়া খেলার সময় কাদের তার ঘরে সাপটি চলাচল করতে দেখতে পাই । আব্দুল কাদের সাপটি দেখে কৌশলে ধরে । বাদশা অথাৎ স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ লাল্টুর মেজ ভাইয়ের পুত্র বাদশা তার চাচাকে অবহিত করলে সাপটি নিয়ে যায় আব্দুল হামিদ লাল্টু ।

এই নিয়ে এলাকায় জানাজানি হলে পাশ্ববর্তী কৈখালী কোষ্টগার্ট খবর পেয়ে আব্দুল হামিদ লাল্টুর কাছে ফোনে জানালে লাল্টু কৌশলে সাপটি একুই এলাকার গফুর গাজীর পুত্র আঃ রবকে দিয়ে সরিয়ে ফেলে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন মৎস্যঘেরীর কর্মচারী বলেন, কাদের ফোনে একজনের সাথে কথা বলতে শোনে ২ কোটি টাকা প্রশাসনকে দেবো কিন্তু সাপ দেবো না ৷ প্রশাসন গুলি করে মেরে ফেললেও না ৷

তবে স্থানীয় প্রতিনিধির কাছে একটি ভিডিও রয়েছে যে ভিডিওটা ধারণ করেছে স্থানীয় মমিন আলীর পুত্র শাহীনুর ৷ যে ভিডিওর মধ্যে কয়েক কোটি টাকা কেনা-বেচা হবে ৷ এদিকে প্রশাসনকে বোকা বানাতে এলাকা থেকে একটি গুইসাপ ধরে কৈখালী কোষ্টগাটের কাছে হস্তান্তর করে ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ৷ একটি বিশেষ সূত্রে জানাগেছে যে, ঐ দিন রাত ১১টার সময় হামিজউদ্দীনের পুত্র বারী ওরফে গুটি বারি তার বর্তমান বাড়ি কলারোয়া থেকে টেংরাখালীতে আসে এবং সেই রাতেই ২ টার সময় কলারোয়ায় চলে যায় ৷ এই নিয়ে এলাকায় ব্যপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷

টেংরাখালী ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সাথে যোগাযোগ করতে গেলে তার ফোন বন্ধ ছিলো ৷

বিষয়টি নিয়ে স্থানীয় কৈখালী কোষ্টগার্ড কর্মকর্তা বলেন, আসামি ছাড়া আমরা আটক করতে পারি না ৷ তাই ফরেষ্টের অবহিত করা হয়েছে ৷ কৈখালী ফরেস্ট কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আমি বিষয়টি আমি জানি না ৷ আমি ছুটেতে আছি ৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)