ডুমুরিয়ায র্যাব-৬ অভিযানে এক ভুয়া চিকিৎসক আটক ১ মাসের সশ্রম কারাদন্ড
আব্দুর রশিদ বাচ্চু–
ডুমুরিয়া সদরের বহুল আলোচিত ভুয়া চিকিৎসক তন্ময় অধিকারী (২৭) কে গতকাল সোমবার দুপুরে র্যাব-৬ এর একটি দল আটক করেছে । ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ সদস্যরা সোমবার দুপুরে বাজারের রাজ মেডিক্যাল ফার্মাসীর সামনের চেম্বারে কথিত চিকিৎসক তন্ময় অধিকারী জেনারেল মেডিসন, মা ও শিশু রোগে অভিজ্ঞ, ও ডিএমএফ, ঢাকা, বিএম এন্ড ডিসি, রেজি: নং- ডি-১১৬৪২, এফ,পি ২৫০ শয্যা হাসপাতাল খুলনার সাইনবোর্ড ও ভিজিটিং কার্ড ব্যবহার করে রোগী দেখে নিজের নাম ও পদবী সম্বলিত প্রেসক্রিপশন দিয়ে আসছিল। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ ঘটনাস্হলে উপস্হিত হয়ে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ২০১০ এর ২৯ ( ১১) ধারা মোতাবেক তাকে এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে খুলনা জেলা কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য কথিত চিকিৎসক পরিচয় দানকারী তন্ময় অধিকারী ডুমুরিয়ার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসক পরিচয়ে পরিচতি লাভ করেন। পরে তিনি নিজেই সেখান থেকে বেরিয়ে চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন।
একই ঘটনায় প্রায় ০৬ মাস পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের মাধ্যমে কারাগার থেকে বেরিয়ে স্হানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় পুনরায় রাজ মেডিক্যাল ফার্মাসীর সামনে একটি চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন।
Please follow and like us: