খুলনা ডুমুরিয়ায় ট্রাক-সিএনজি-র মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
আব্দুর রশিদ বাচ্চু, খুলনা–
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা নামক স্হানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে । শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে খুলনা থেকে সাতক্ষীরা গামী ট্রাক সাতক্ষীরা ট-১১-০৩৯৪ বালু বোঝায় ট্রাক কৈয়া বাজার ব্রীজ পার হয়ে জিলেরডাঙ্গা নামক স্থানে পৌঁছালে একই দিকে অাসা রিজার্ভ করা সিএনজিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে উভয় গাড়ীদুটি রাস্তার ডান পাশ্বে গর্তে পড়ে যায়। এবং সিএনজিটি ট্রাকের নীচে চাপা পড়ে। নিহতদের পরিচয় সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২), অজ্ঞাত এক নারী (৩৫) ও একজন পুরুষের (৪৫) পরিচয় পাওয়া যায়নি।
এঘটনায় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরী টিম প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪ জনের মরাদেহ উদ্ধার করে । ঘটনা স্হলে চুকনগর হাইওয়ে থানা পুলিশ উপস্হিত হয়ে বন্ধ যান চলাচল স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনেন। গাড়ি দুটি খর্ণিয়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় তিনি বলেন, ট্রাক চালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।
Please follow and like us: