সুলতানপুর ক্লাবের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা সুলতানপুর ক্লাবের সদস্যদের উপস্থিতিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জরুরী সভায় সভাপতিত্ব করেন, শেখ নুরুল হক। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন, কাজী আক্তার হোসেন।
এসময় তিনি বলেন, সুলতানপুর ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের মৃত্যুর পর দীর্ঘদিন সুলতানপুর ক্লাবের কমিটি না থাকায় একটি আহবায়ক কমিটি গঠন করা হোক। তার প্রস্তাবে সম্মত হয়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শেখ নাসেরুল হককে আহবায়ক এবং কাজী কবিরুল হাসান বাদসাকে সদস্য সচিব করে ১৩সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করেন। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য করেন।
আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন, আলহাজ¦ মো: নজরুল ইসলাম, শেখ নুরুল হক, শেখ শাহিদ উদ্দীন, শেখ আব্দুল কাদের, শেখ সাহাজান কবীর সাজু, কাজী বেলাল হাসান, শেখ কামরুল হক চ ল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ মুশফিকুর রহমান মিল্টন, মীর মাহমুদ আলী আবির ও শিমুন শামস্ ।