শ্যামনগরে মাটির ঘর থেকে বিষধর সাপ ও ডিম উদ্ধার
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগরে কাঠালবাড়িয়া গ্রামের মাটির বসত ঘরের দেওয়াল খুড়ে ১৬ টি বিষধর কেউটে সাপ ও ১৪টি ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপ ও ডিম মেরে ফেলে নষ্ট করা হয়।
বাড়ির মালিক বিনয় রঞ্জন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে শ্যামনগরের কঠালবাড়িয়া গ্রামের বিনয় রঞ্জন মন্ডলের (ভোলা) মাটির ঘরের দেওয়াল থেকে একটি কেউটে সাপের বাচ্চা বের হতে দেখে স্থানীয়রা। তারা কেউটের বাচ্চাটিকে লাঠির আঘাতে মেরে ফেলে।
এঘটনায় পুরো ঘরের দেওয়াল ভেঙ্গে একে একে ১৬ টি কেউটে সাপের বাচ্চা উদ্ধার করা হয় এবং সবগুলি মেরে ফেলা হয়। এসময় সেখানে আরো ১৪ টি কেউটের ডিম পেয়ে নষ্ট করা হয়। গত ১৬ সেপ্টেম্বর ওই একই ঘরের খাটের নিচ থেকে সাড়ে ৪ হাত লম্বা বিরাট আকৃতির আর একটি কেউটে সাপ মেরে ফেলেন বাড়ির মালিক। এ ঘটনায় এলাকায় সাপ আতঙ্ক নেমে এসেছে।
Please follow and like us: