তালেবান পতাকা ব্যবহারে নিষিদ্ধ হতে পারে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক:
তালেবান পতাকা ব্যবহার করলে আগামী টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান নিষিদ্ধ হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
রিপোর্টে বলা হয় আফগান দল জাতীয় পতাকার পরিবর্তে আফগানিস্তান দখল করা তালেবানরা বিশ্বকাপে তাদের পতাকা ব্যবহার করলে তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে। এর মধ্যেই আফগানিস্তানের নারী ক্রিকেটারদের নিষিদ্ধ করেছে তালেবানরা। সেক্ষেত্রে বিপদে পড়বে আফগানরা। এ বিষয়ে খুব শীঘ্রই আলোচনায় বসবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। ক্ষমতায় আসার পর নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। এতে নারীরা ক্রিকেট খেলতে পারবে না।
কিন্তু আইসিসি নিয়মেই আছে, পূর্ণ সদস্যভুক্ত প্রত্যেক দেশে একটি নারী জাতীয় দল থাকতে হবে। সেক্ষেত্রে পুরুষ দল খেললে, নারীদের ক্রিকেটও চালু থাকতে হবে। নয়তো বিশ্ব ক্রিকেটে নিষিদ্ধ হতে পারে দেশটি। আফগানিস্তানে নারীদের ক্রিকেট নিষিদ্ধ হওয়ায়, আগামী নভেম্বরে চূড়ান্ত সিদ্বান্ত নিবে আইসিসি।
এখন নতুন এক অশনি সংকেত আফগানিস্তান ক্রিকেটে। আগামী টি-২০ বিশ্বকাপে কোন পতাকা বহন করবে রশিদ-নবীরা, আফগানিস্তানের নাকি তালেবানের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেয়া ১৬ দল কোন পতাকার অধীনে খেলবে সেটি আইসিসিকে জানাতে হবে। তাই আফগানিস্তান তালেবানদের পতাকার অধীনে খেললে বিশ্বকাপে আফগানিস্তানকে নিষিদ্ধ করতে পারে আইসিসি।
টেলিগ্রাফের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আফগান ক্রিকেটের সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে জরুরি সভা ডাকতে পারে আইসিসি। যেখানে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
আইসিসির পূর্ণ সদস্য পদ থেকে আফগানিস্তানকে নিষিদ্ধ করতে হলে বোর্ডের ১৭ সদস্যের মধ্যে ১২ জনের ভোট আফগানদের বিপক্ষে থাকতে হবে। আইসিসির নিয়মের বাইরে সবকিছু হলে, ভোটের মাধ্যমে আফগান দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হতে পারে।