আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভাৃ
আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান।
উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সুভাষ হালদার, কোষাধ্যক্ষ মো: আলমগীর হোসেন, সাতক্ষীরা বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের শতভাগ ভাতা প্রদান করে যাচ্ছেন। বধিরদের বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন। তারা এখন আর সমাজের বোঝা নয়। তারা সম্পদে পরিণত হয়েছে। তাদের আরো এগিয়ে নিতে সরকার বদ্ধ পরিকর। সুতরাং প্রতিবন্ধীদের সমাজিক মর্যাদা নিশ্চিতে কাজ করতে হবে।