উৎসবমুখর পরিবেশে আশাশুনি প্রেসক্লাব নির্বাচনে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ২২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহন করা হচ্ছে।
নির্বাচনে সভাপতি পদে জিএম আল ফারুক (দৃষ্টিপাত) ও এসএম আহসান হাবিব (পত্রদূত), সহ-সভাপতি পদে বোরহান উদ্দিন বুলু (কালান্তর) ও আব্দুল আলীম (দেশ সংযোগ) এবং সাধারণ সম্পাদকপদে এসকে হাসান (ভোরের কাগজ) ও সমীর রায় (সুপ্রভাত সাতক্ষীরা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩১ জন ভোটার ভাটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান শিকদার। রিটার্ণিং অফিসারের দায়িত্বে আছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম। পোলিং অফিসার থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী। নির্বাচন কমিশনারের সার্বিক সহযোগি হিসাবে থাকবেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সদস্য সুব্রত কুমার দাশ।
উল্লেখ্য, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরিফুজ্জামান মুকুল শিকারী (দৈনিক নওয়াপাড়া), সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন (যুগেরবার্তা) ও অর্থ সম্পাদক পদে এম এম নুর আলম ( দৃষ্টিপাত ও সত্যপাঠ) তাদের কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
Please follow and like us: